প্রধানমন্ত্রীর নিরাপত্তার সব অস্ত্র লুট হয়েছে: এসএসএফ
গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেদিন গণভবন ও সংসদ ভবনসহ চারটি স্থাপনায় এসএসএফের সব অস্ত্র ও সরঞ্জাম লুট হয়ে যায়। এসএসএফের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, মোট ৩২টি অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। কিন্তু সব মিলিয়ে ওই দিন গণভবন ও সংসদ ভবন থেকে লুট ও নষ্ট হওয়া সম্পদের মূল্য ছিল পাঁচ কোটি টাকা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের দিন গণভবনের প্রাচীর ও প্রধান ফটক ভেঙে অভ্যুত্থানকারী জনতা ভেতরে প্রবেশ করে। নিরাপত্তার জন্য এসএসএফ সদস্যদের মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল। তারা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বের হতে পারেননি। এসব সরঞ্জাম ভল্টে রাখা হয়েছিল, কিন্তু দুর্বৃত্তরা তিনটি ১০০ কেজি ওজনের ভল্ট লুট করে নিয়ে যায়।
৫ আগস্ট জনতা সংসদ ভবনেও প্রবেশ করে। এসএসএফ সদস্যরা নিজেদের অস্ত্র রেখে সাধারণ পোশাক পরে আন্দোলনকারীদের মধ্যে মিশে প্রাণরক্ষা করেন। পরে গণভবন ও সংসদ ভবনের ভল্টগুলো পাওয়া যায়নি, যা আন্দোলনকারীদের দ্বারা লুট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে এসএসএফ।
এসএসএফের ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১১টি জিপ ও কার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। অপারেশনাল সরঞ্জামাদি যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেমসহ অন্যান্য সরঞ্জামাদি ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকা। আইটি ও গোয়েন্দা সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা এবং অন্যান্য ব্যবহৃত জিনিসের মূল্য ৭৪ লাখ টাকা। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ২৮ লাখ টাকা।