- 0
- 0
শ্যামনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে সিপিপির র্যালী

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি শনিবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সিপিপি ও ফ্রেন্ডশিপ যেীথ আয়োজনে মোটরসাইকেল র্যালীর আয়োজন করেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর থেকে সিপিপির পোষাক পরিহিত বিশাল মোটরসাইকেল র্যালীটি রমজাননগর ইউপির ভেটখালী বাজার, ইশ^রীপুর, কৈখালী, নুরনগর সহ অন্যান্য স্থান প্রদক্ষিণ করে নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক মামুনুর রশিদ, উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল , বিভিন্ন ইউনিয়ন টিম লিডার, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ,শ্যামনগর ফ্রেন্ডশিপ অফিসের কর্মকর্তাবৃন্দ সহ সিপিপির সকল পর্যায়ের সদস্যবৃন্দ।
র্যালী শুরুর পূর্বে সংক্ষিপ্ত পরিসরে বক্তারা বলেন বিশ^ব্যাপী মানবিক ও সামাজিক কল্যাণ কাজে স্বেচ্ছাসেবার ভূমিকা অপরিসীম। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি, বন্যা স্বেচ্ছাসেবক সহ নানাবিধ দূর্যোগে ও উন্নয়নে নানা বয়সী স্বেচ্ছাসেবীদের অবদান অনস্বীকার্য।ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে সিপিপি ও ফ্রেন্ডশিপের যেীথ মোটরসাইকেল র্যালী।