- 0
- 0
বানারীপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ১৬ জনের জরিমানা

বানারীপাড়ায় বন্দরবাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোবাইল কোর্টে পথচারীদের জরিমানা করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের বন্দরবাজারের রিকশাস্ট্যান্ডে ফেস মাস্ক না পড়া ও মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট না থাকার অপরাধে ১৬ জন পথচারীকে বিভিন্ন অঙ্কে মোট ৪ হাজার ৭ শত টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মফিজুর রহমান।
এ সময় রিকশা ও ভ্যানচালকসহ কিছু নিম্ন আয়ের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করার পাশাপাশি তাদেরকে বিনামূল্যে ফেস মাস্ক বিতরণ করা হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা মোবাইল কোর্টের এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুর রহমান বলেন, সরকার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধির বিষয়ে বিশেষ করে ফেস মাস্কের ব্যাপারে জরিমানাসহ কঠোরতা আরোপ করায় সবাইকে সচেতন লক্ষ্যে আমরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এখন থেকে নিয়মিত এ অভিযান চালানো হবে।