• 0
  • 0
Nazrul
Posted at 05/12/2020 01:51:pm

সাহসী লুকে ধরা দিলেন ঋতুপর্ণা

সাহসী লুকে ধরা দিলেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। এখন তিনি আছেন সিঙ্গাপুরে। কয়েক দিন আগেই ছিল অভিনেত্রীর জন্মদিন। ছেলে, মেয়ে ও স্বামীর সঙ্গে সিঙ্গাপুরের বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি। ঋতু নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে সব সময় সিরিয়াস। সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ তিনি। সেখানেই নানা ছবি পোস্ট করেন তিনি। নিজের নতুন কাজের কথা জানান। কখনও সুইমিং পুলে স্নানের ছবি তো আবার কখনও বোল্ড লুকে ধরা দেন তিনি।     

ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডেলে মাঝে মধ্যেই বোল্ড ছবি পোস্ট করেন তিনি। তেমনই একটি ছবি শেয়ার করলেন। বিছানায় শুয়ে আছেন ঋতুপর্ণা। তাঁর গায়ে সাদা শার্ট। শার্টের বোতাম খোলা, উঁকি দিচ্ছে  অর্ন্তবাস। এই ছবি শেয়ার করেছেন তিনি। ছবি শেয়ার করে তিনি লেখেন, " কিপ ইউর ফ্রাইডে ওয়ার্ম অ্যান্ড কোজি'। এই ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়েছে। এক ব্যক্তি কমেন্ট করেছেন, তুমি সাথে থাকলে প্রতিটা দিন সুন্দর।"


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ