- 0
- 0
মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে "মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট-২০" এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত ওই খেলায় "কালাইয়া বাজার সেভেন স্টার" দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জণ করেন "কালাইয়া ফ্রেন্ডস ক্লাব"। বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন খেলার প্রধান অতিথি সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।
খেলার উদ্বোধক ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক প্রভাষক কবিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন আনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, নাগরিক সংহতি পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এম.এ জাফর মোল্লা, এ্যাড. শাহবাজ হোসেন মিল্টন, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ, কালাইয়া ইদ্রিস মোল্লা কলেজের অধ্যক্ষ জাকির হোসেন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন হারুন অর রশিদ হাসান ও কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন।
সম্পর্কিত সংবাদ
- 0
- 0