- 0
- 0
সরিষাবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা বাজারের পশ্চিমে শাহীন আলমের মুরগীর ফার্মের পাশে খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, বুধবার সকালে চর আদ্রা বাজারের পশ্চিমে শাহীন আলমের মুরগীর ফার্মের পাশে খালে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে দুপুরে সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, লাশের সুরতহাল করে থানায় আনা হয়েছে। তার পরিচয় ও ঘটনার কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।