Thursday -
  • 0
  • 0
মাহবুব রানা
Posted at 02/12/2020 01:54:pm

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ

কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। 

বুধবার (২ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আছমা ও সাধারণ সম্পাদক বিলকিছ বেগমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালীবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে মানববন্ধন করে মহিলা আওয়ামী লীগ। এসময় যেকোনো পরিস্থিতিতে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।  এসময় বক্তৃতা করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আছমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, নারীনেত্রী হাসিনা হায়দার চামিলী, ডা. রুবি ইসলাম, সালমা ইসলামসহ অন্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ