- 0
- 0
নুরু মন্ডল মারা গেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২ নং রায়গঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ওরফে নুরু মন্ডল মারা গেছেন। ১লা ডিসেম্বর রাত আনুমানিক ৯ ঘটিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। জানা যায়, তিনি মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজার হতে রায়গঞ্জ তার নিজের বাড়ি ফিরছিলেন। এমন সময় বিপরীতমুখী একটি পাওয়ার ট্রলির সাথে ধাক্কা লাগে তার। মারাত্মক আহত হন তিনি।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে নেয়ার পথে কুড়িগ্রামের কাঠালবাড়িতে রাত আনুমানিক ১০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি দুই মেয়াদে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো ইউনিয়ন জুড়ে।