- 0
- 0
কালীগঞ্জে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। রাতে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনের এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।
উপজেলা বিআরডিবি হিসাবররক্ষক লিটন আহমেদের পরিচালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, হিসাবরক্ষন কর্মকর্তা মো. জাকিউল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা কাউছার মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, প্রাণী সম্পাদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক বিল্লাল হোসেন, মো. তৌহিদুর রহমান প্রমুখ।
পরে খেলা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে শীতের পীঠা দিয়ে আপ্যায়ন করা হয়।