Thursday -
  • 0
  • 0
Hasan Ahmed
Posted at 26/11/2020 09:00:pm

সাভারে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

সাভারে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার

সাভারে সাড়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে সাভারের তেঁতুলঝোড়ে ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষককে আটক করেছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।   

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির নাম সৈয়দ মিয়া (৫৫)। তিনি একই এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি বরিশালে বলে জানা গেছে।    ধর্ষণের শিকার শিশুটির মা জানায়, একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শেখার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হই। স্বামীও পোশাক কারখানায় কাজে যান। এই সুযোগে প্রতিবেশী রিকশাচালক সৈয়দ মিয়া শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভনে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে।

এসময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করে।    সাভার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ