- 0
- 0
পাইকগাছায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

খুলনার পাইকগাছায় নজরুল ইসলাম নামে ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে গড়ইখলীর শান্তা বাজারের খুদখালী এলাকায় সন্ধেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকলে টহল পুলিশ তাকে গ্রেফতার করে। আটককৃত নজরুল গড়ইখালীর কেয়ামদ্দীন সরদারের ছেলে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, গড়ুইখালীর শান্তা বাজারে তার অবস্থানের খবরে বাইনবাড়ী ক্যাম্প পুলিশকে জানালে তারা তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, নজরুল ইসলাম ৩০ বছরের সাজা প্রাপ্ত আসামী। ৫ বছর সাজা ভোগের পর জামিনে বেরিয়ে সুন্দরবনে বাঘ ও হরিণ শিকার করে আসছে। তার বিরুদ্ধে বাঘ ও হরিনের চামড়া বিক্রির অভিযোগ রয়েছে। এরআগে ৪৫০ রাউন্ড বন্দুকের গুলিসহ ধরা পড়লে তার আদালত তাকে ৩০ বছরের কারা দন্ডাদেশ দেয় । বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পঠানো হয়েছে।