- 0
- 0
বাধ্যতামূলক মাস্ক ব্যবহার,পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে ২৩ জনকে জরিমানা

পাইকগাছায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন উপজেলার প্রত্যন্ত এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এর ধারাবাহিকতায় বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এসময় ভ্রাম্যমান আদালতে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করায় ১৬টি মামলায় ২৩ জনকে মোট ৩২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রসিকিউটর ও নিরাপদ খাদ্য ও উপজেলা সেনেট্যারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার দিপংকার প্রসাদ ও প্রতুল জোদ্দারসহ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি অনুসরণে পাইকগাছা উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে আছে। এ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।