• 0
  • 0
Md. Ashraful Alam
Posted at 26/11/2020 01:29:am

গাইবান্ধায় জেলা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

গাইবান্ধায় জেলা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রনে গাইবান্ধায় জেলা পুলিশের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মাস্ক বিতরণ কার্য়ক্রম শুরু হয়েছে। প্রাথমিক অবস্থায় ১০ হাজার মাস্ক বিতরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) গাইবান্ধা পুলিশ সুপারের কার্য়ালয়ের সামনে চলাচলকারী পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে সপ্তাহ ব্যাপী কার্য়ক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় পথচারী, অটোবাইক, রিক্সা চালক, বাসযাত্রীসহ বিভিন্ন যানবাহনে চলাচলকারীদের হাতে মাস্ক তুলে দেয়া হয়। জানাযায়, প্রথম দিনে ২ হাজার মাস্ক বিতরণ করা হয় এবং পর্য়াক্রমে এই কার্য়ক্রম সম্পন্ন করা হবে। 

আরো পড়ুন: গাইবান্ধায় সেবা নিতে গিয়ে ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেফতার ইউপি চেয়ারম্যান

মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহারের পরার্মশ দেন এবং সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান, ট্রাফিক ইনেস্পেক্টর নুর আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। 

আরো পড়ুন: গাইবান্ধার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সদর ইউএনও’র মতবিনিময়


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ