- 0
দুই নবজাতকের মৃত্যু নিয়ে হাইকোর্টের নির্দেশ
তিন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে, দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় দুই হাসপাতালে দেয়া প্রতিবেদনের ওপর হাইকোর্টে শুনানি হয়েছে। শুনানিতে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদের সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের বিএসএমএমইউর দাবি ২ নবজাতকের মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। শিশু হাসপাতাল বলছে নবজাতক দুটিকে আনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়নি। বাড়তি খরচের কথা চিন্তা করে চলে যায় তাদের বাবা।
গত ২ নভেম্বর রাজধানীর মুগদা ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়ার পথে সিএনজির ভিতরে জমজ নবজাতকের জন্ম হয়। পরে তিনটি হাসপাতাল ঘুরে তারা চিকিৎসা পায়নি বলে অভিযোগ করা হয়। হাইকোর্ট এ বিষয়ে তিনটি হাসপাতালকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।