- 0
- 0
শহীদ বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি
ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে রাশিদ পলাশ নির্মাণ করছেন সিনেমা ‘প্রীতিলতা”। যেখানে প্রীতিলতার চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পরিমণিকে। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ।
করোনার বিরতি কাটিয়ে নতুন বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরিমণি। শেষ করেছেন বেশ কিছু সিনেমার কাজও। তার বিশ্বসুন্দরী সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। নতুন যে কয়েকটি সিনেমার কাজ শুরু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ‘প্রীতিলতা”।
এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ।
সিনেমাটির প্রথম লটের শুটিং এ অংশ নিয়েছেন পরিমণি,তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, সাইফ চন্দন, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুলসহ আরো অনেকে।
‘প্রীতিলতা’ সিনেমায় কাজ করতে পেরে বেশ উজ্জ্বসিত পরিমণী। জানালেন প্রীতিলতায় কাজের অভিজ্ঞতা। পরিমণি অভিনীত সিনেমার সংখ্যা অনেক হলেও তালিকায় নেই ব্যবসাসফল সিনেমা। আর তাই সংখ্যায় নয় ভালো মানের সিনেমাতেই শুধু অভিনয় করতে চান পরি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদি নির্মাতা। ইউফরসির ব্যানারে নির্মিত এ সিনেমার কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল। প্রীতিলতার জন্য গান করেছেন সংগীতিশিল্পী কবির সুমন ও সাব্বির নাসির।