Wednesday -
  • 0
  • 0
Md.Atikur Rahman Atik
Posted at 24/11/2020 09:08:pm

শীর্ষ ধনীর তালিকা প্রকাশ, বিল গেটসকে টপকালেন যিনি

শীর্ষ ধনীর তালিকা প্রকাশ, বিল গেটসকে টপকালেন যিনি

পুনরায় বিশ্বের এক নাম্বার ধনী হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তবে পরিবর্তন ঘটেছে দ্বিতীয় অবস্থানের। 

এতদিন দ্বিতীয় অবস্থানে থাকা মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। ফলে বিশ্বের ধনীর তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছেন বিল গেটস।   

আজ বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। এবছর ব্লুমবার্গ মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ।   

বছরের শুরুতে জানুয়ারি মাসে ইলন মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। আর সেখান থেকে গত সেপ্টেম্বর মাসে তিনি পেছনে ফেলেন ফেসবুক প্রতিষ্ঠাতাকে। আর নভেম্বরে এসে তিনি পেছনে ফেললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে। 

ব্লুমবার্গের তথ্যমতে,ইলন মাস্কের মোট সম্পত্তি ৭০০ কোটি ডলার থেকে বেড়ে  ১২ হাজার ৭৯০ কোটি ডলারে পৌছেছে। শুধু ২০২০ সালে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০ হাজার কোটি ডলার।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ