- 0
- 0
মোহাম্মদপুরের জহুরি মহল্লার বিহারী পল্লীতে আগুন
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে রাজধানীতে দুটি বস্তি আগুনে ছাই হলো।
মঙ্গলবার রাতে মহাখালীর সাততলা বস্তির আগুনের আঁচ কমার আগেই পুড়ে গেলো মোহাম্মদপুরের জহুরি মহল্লার বিহারী পল্লী।
মঙ্গলবার বিকেল ৪টায় জহুরি মহল্লা ও বিজলী মহল্লার মাঝামাঝি অবস্থিত চল্লিশ বস্তিতে আগুন লাগে। আগুনের শুরু থেকেই কাজ করে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার কর্মীদের সহায়তা করেন স্থানীয়রা। ১০টি ইউনিট নিয়ে প্রায় দু্ই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে পুড়ে যায় আনুমানিক অর্ধশত ঘর।
কি কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমানও নির্ধারণ হয়নি। তবে এই ঘটনায় কেউ মারা যাননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।