- 0
- 0
রোহিত কোহলির চেয়ে ভালো তবে কোহলি খারাপ নয়

গত আইপিএল চলার সময় থেকেই এই প্রসঙ্গ নিয়ে নিয়মিত কথা বলছেন গম্ভির। আইপিএলে রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে রঙিন পোশাকে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়াকে প্রায় দাবির পর্যায়ে নিয়ে গেছেন গম্ভির।
আইপিএলে ৮ মৌসুমে মুম্বাইকে নেতৃত্বে দিয়ে ৫টি ট্রফি এনে দিয়েছেন রোহিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ মৌসুমে নেতৃত্ব দিয়ে একবারও শিরোপা জেতাতে পারেননি কোহলি।
স্টার স্পোর্টসের একটি শো-তে এই উদাহরণ তুলে ধরে গম্ভির বললেন, সবাইকে বিচারের মানদণ্ড একই হওয়া উচিত।