- 0
- 0
আসছে কাউছার আহমেদ'র কথায় আব্দুর রাজ্জাকের ইসলামিক গান

আসছে কাউছার আহমেদ'র কথায় তরুণ ইসলামিক সঙ্গীত শিল্পী আব্দুর রাজ্জাকের নতুন ইসলামিক গান 'উড়ছে পাখি গাইছে গান ।এ ইসলামিক গানের সুর ও সঙ্গীত করছেন শাহজালাল শান্ত।
জানাগেছে, ইসলামিক গানটি ' ইসলামিক সাউন্ড' এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের ১ তারিখ রাত ৮টায়।
তরুণ ইসলামিক সঙ্গীত শিল্পী আব্দুর রাজ্জাক আই নিউজ বিডি বলেন, কাউছার আহমেদ এর অসাধারণ কথায় সুন্দর একটি ইসলামিক গান করছি। আশাকরছি; সবার ভালো লাগবে। এ পর্যন্ত ইসলামিক সাউন্ড এর ইউটিউব চ্যানের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।