About Us
শনিবার, ১৯ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Rakib Monasib
প্রকাশ ২০/১১/২০২০ ০১:১৭পি এম

ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৪ Ad Banner

ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ছয় শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রতাপগড় জেলায় প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।   

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আশপাশের আরও কয়েকজন।   

প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া বলেন, চাকা পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি সড়কের পাশে রাখা ছিল। এ সময় গাড়িটে দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যান।   

তিনি আরও বলেন, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রতাপগড় জেলার কুন্দা শহরে নিজেদের গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।   

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিনিয়র অফিসারদের তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্থদের সমস্ত সহায়তা করতে নির্দেশ দিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ