About Us
K. H. M. Nurul Alam (Kamal)
প্রকাশ ১৯/১১/২০২০ ০৪:৪২পি এম

মদনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উদ্বোধন

মদনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উদ্বোধন Ad Banner

সারাদেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০২০ সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশন অফিসার আহমেদ কবির। উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে সালমা প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহ কার্যক্রম উদ্বোধন করেন। 

এ বছর সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘ শেখ হাসিনার উন্নয়ন প্রতি উপজেলায় ফায়ার স্টেশন, সামনে রেখে প্রশিক্ষণ ও প্রস্তুতি; ভূমিকম্প মোকাবিলার সর্বোত্তম উপায়’ কার্যক্রম শুরু হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা প্রদানের সক্ষমতা এবং কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। ফায়ার সার্ভিসকে সেবা প্রদানের ক্ষেত্রে আরও গণমুখী ও আধুনিক বিভাগে পরিণত করা হয়েছে।   

এ সপ্তাহ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে মদন থানার ওসি মাসুদুজ্জামান, সাংবাদিক সাকের খান ও সাংবাদিক কে এইচ এম নুরুল আলম কামাল স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ