About Us
Md Jahidul Islam Sumon
প্রকাশ ১৯/১১/২০২০ ১২:৪৭পি এম

অভিনয় থেকে বিদায় জানালো ইমরান খান ‘‘বাই বাই সেলুলয়েড!’’

অভিনয় থেকে বিদায় জানালো ইমরান খান ‘‘বাই বাই সেলুলয়েড!’’ Ad Banner

আমির খানের ভাইপো ইমরান খান অভিনয় জীবনকে বিদায় জানিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরানের বন্ধু তথা অভিনেতা অক্ষত ওবেরয় এই খবর প্রকাশ্যে এনেছিলেন। ইমরানের সঙ্গেই অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন অক্ষত। তাঁর ইচ্ছা অভিনয় ছাড়লেও ইমরানের পরিচালনায় আসা উচিত। 

২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আমির খানের ভাইপো। শুরুতে জনপ্রিয়তা পেলেও পরের দিকে ইমরানের ছবি সেইভাবে আর সাফল্যের মুখ দেখেনি। পাঁচ বছর আগে তাঁর মুক্তি পাওয়া শেষ ছবি ছিল ‘কাট্টি বাট্টি’। সম্প্রতি ইমরান ও তাঁর স্ত্রী অবন্তিকা মালিকের বিবাহবিচ্ছেদের খবরও শোনা গিয়েছিল। অবশ্য তাঁরা দু’জনেই এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ