About Us
Md Yousuf Monir
প্রকাশ ১৮/১১/২০২০ ০৬:৪৩পি এম

দেশে গত ২৪ ঘণ্টা ২,১১১ জনের করোনা শনাক্ত, আর মৃত্যু ২১ জন!

দেশে গত ২৪ ঘণ্টা ২,১১১ জনের করোনা শনাক্ত, আর মৃত্যু ২১ জন! Ad Banner

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬,২৭৫ জনে।   

করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২,১১১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।   

নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।   

আজ বুধবার  (১৮ নবেম্বর ২০২০) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ