About Us
শনিবার, ১৯ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Mainul Islam - (Noakhali)
প্রকাশ ১৮/১১/২০২০ ০১:৫৩এ এম

জীবনসঙ্গী হিসেবে নোয়াখালীর ছেলেদের কি বেশি পছন্দ মেয়েদের

জীবনসঙ্গী হিসেবে নোয়াখালীর ছেলেদের কি বেশি পছন্দ মেয়েদের Ad Banner

বাংলাদেশে এখন চলছে বিয়ের হিড়িক, শীতকালকে অনেকে বিয়ের সিজন বলেই মনে করেন। তাইতো সবাই নিজের বিবাহ উপযুক্ত সন্তানের জন্য উপযুক্ত পাত্র-পাত্রীর সন্ধানে নেমে পড়েন। 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে জীবনসঙ্গী হিসেবে নোয়াখালীর ছেলেদের ফার্স্ট চয়েস লিষ্টে রেখেছেন পাত্রী এবং পাত্রীর অবিভাবকরা। 

কারণ হিসেবে জানা গেছে নোয়াখালীর ছেলেরা অনেক কেয়ারফুল হয় এবং তারা মেয়েদেরকে অনেক সম্মান করে। তারা অনেক কর্মঠ এবং পরিশ্রমী হয়। সবচেয়ে বড় গুণ হচ্ছে নোয়াখালীর ছেলেরা অনেক রোমান্টিক হয় তারা সঙ্গীকে অনেক ভালোবাসতে জানে যার কারণে সবার আগ্রহ নোয়াখালীর ছেলেদের প্রতি। 

এছাড়া তারা বরিশাল কুমিল্লা অঞ্চলের পুরুষের মত বউ পিটায় না। 

নোয়াখালীর ছেলেরা বিয়ে করলে একজনকেই করে এবং বিয়ের পরে কারো সাথে পরকিয়া করে না। এজন্য নোয়াখালীর ছেলেদের প্রতি পাত্রীদের আস্থা এবং বিশ্বাস অনেক বেশী। 

এদিকে কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, নোয়াখালীর ছেলেদের অতিরিক্ত চাহিদা থাকার কারণে পাত্র সংকটে ভুগছেন, বিবাহ উপযুক্ত হলেই দেরি না করে লুফে নিচ্ছেন সাথে সাথে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ