About Us
শনিবার, ১৯ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
MD:ALIF HOSSAIN
প্রকাশ ১৭/১১/২০২০ ০৬:০১পি এম

লক্ষ্মীপুরে বাস চাপায় প্রাণ গেল দু’জনের

লক্ষ্মীপুরে বাস চাপায় প্রাণ গেল দু’জনের Ad Banner

লক্ষ্মীপুরে একটি যাত্রীবাহী বাসের নীচে সিএনজি চালিত অটোরিক্সা চাপা পড়ে দুই জন নিহত হয়েছেন।    মঙ্গলবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন সিএনজি চালক, তার নাম পরিচয় জানা যায়নি। অন্যজন ফল বিক্রেতা জামাল উদ্দিন (৪০)। সে জেলার কমলনগর উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের আবু ছায়েদের পুত্র। তিনি ওই সিএনজির আরোহী ছিলেন।  চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চট্রগ্রাম মুখী শাহী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৯) একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিক্সা (নোয়াখালী থ-১২-০৫০১) কে চাপা দেয়। এতে অটোরিক্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ওই বাহনে থাকা চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় এবং ঘাতক বাসটি জব্দ করে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ