About Us
শনিবার, ১৯ জুন ২০২১
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Rakib Monasib
প্রকাশ ১৭/১১/২০২০ ০৪:২৫পি এম

আবারও নানা হচ্ছেন ডিপজল

আবারও নানা হচ্ছেন ডিপজল Ad Banner

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। এমনটাই জানা গেছে ওলিজার ফেসবুক সূত্রে। ১৬ নভেম্বর (সোমবার) ওলিজার দ্বিতীয় বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক ওই আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।   

দ্বিতীয় বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন ওলিজা মনোয়ার। ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’    ২০১৮ সালের ১৯ জুন ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। জমকালো আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এক বছর পর প্রথম পুত্রসন্তান জন্ম দেন ওলিজা। প্রথমবার নানা হয়ে সেসময় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ডিপজল।   

ডিপজল কন্যা ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। মেকআপে বিশেষ পারদর্শী ওলিজার পরিচালনায় আসার কথা রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ