About Us
mahfuz
প্রকাশ ১৭/১১/২০২০ ১২:০৬পি এম

আসছে বিকল্প হেফাজতে ইসলাম

আসছে বিকল্প হেফাজতে ইসলাম Ad Banner

দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামে ভাঙনের সুর। সদ্যগঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি থেকে কিছু নেতা বাদ পড়ার পর বিকল্প হেফাজতে ইসলামের ডাক দিয়েছে আল্লামা আহমদ শফী অনুসারী দাবি করা একটি অংশ। এরই মধ্যে বৈঠক করে বিকল্প হেফাজতে ইসলামের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

এদিকে বিকল্প হেফাজতে ইসলাম গঠন নিয়ে চিন্তিত নয় হেফাজতে ইসলামের বর্তমান কমিটি। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘কে কী করল তা নিয়ে আমরা চিন্তিত নই। যে কেউ চাইলে কমিটি গঠন করতে পারে। এতে আমাদের বলার কিছু নেই। করারও কিছু নেই।’  বিকল্প হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত ও সদ্যসাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের নিয়ে হেফাজতে ইসলামের যে কমিটি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন হেফাজতে ইসলামের সাধারণ নেতা-কর্মীরা। তাই ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে আসল হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হবে। এরই মধ্যে রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।’  জানা যায়, গত রবিবার দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যাতে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির ও মাওলানা নুর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলে দাওয়াত না দেওয়ায় নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন হেফাজতে ইসলাম গড়ার ঘোষণা দেয় আরেকটি অংশ। যারা নিজেদের আল্লামা আহমদ শফীর অনুসারী দাবি করছে। 

রবিবার রাতে ও গতকাল দফায় দফায় বৈঠক করেন হেফাজতের পদবঞ্চিতরা। গত সন্ধ্যায় ঢাকায় বৈঠকে বিকল্প হেফাজতে ইসলামের একটি রূপরেখাও তৈরি করা হয়। যাতে আমির ও মহাসচিব হিসেবে আলোচনায় এসেছে একাধিক আলেমের নাম। যার মধ্যে আমির হিসেবে আলোচনায় রয়েছেন বেফাকের বর্তমান ভারপ্রাপ্ত আমির আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ওয়াক্কাস, বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন চরমোনাই পীরের ভাই মুফতি ফয়জুল করীম, ইসলামী ঐক্যজোটের বর্তমান মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মিজানুর রহমান সাঈদ প্রমুখ। 

হেফাজতে ইসলামের নতুন এ প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত এক নেতা বলেন, ‘হেফাজতে ইসলামের ত্যাগী নেতাদের নিয়ে নতুন হেফাজতে ইসলাম গঠিত হবে। এরই মধ্যে দেশের প্রবীণ আলেমরা একাত্মতা প্রকাশ করেছেন নতুন প্ল্যাটফরমের সঙ্গে। সদ্য-ঘোষিত কমিটির অনেকেই নতুন প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত হওয়ার আশ্বাস দিয়েছেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ