About Us
মোঃ ইসমাইল হোসেন
প্রকাশ ১৬/১১/২০২০ ১১:০৭এ এম

পাবনায় মুক্তিযোদ্ধাদের নামে রাস্তায় নামকরণ

পাবনায় মুক্তিযোদ্ধাদের নামে রাস্তায় নামকরণ Ad Banner

পাবনায় আরও সাত বীর মুক্তিযোদ্ধার নামে সাতটি রাস্তার নামকরণ করেছে পৌরসভা।     

রাস্তার নাম গুলো হলো- বীরমুক্তিযোদ্ধাসাইদুল ইসলাম মুন্নু সড়ক, বীরমুক্তিযোদ্ধা গোলাম মাহমুদ সড়ক, শহিদ বীরমুক্তিযোদ্ধা সুবোদ কুমার দে টিংকু সড়ক, শহিদ বীরমুক্তিযোদ্ধা মহরম আলী সড়ক, শহিদ বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মুকুল সড়ক, বীরমুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন সড়ক এবং বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম টুকু সড়ক।     

রবিবার মুক্তিযোদ্ধাদের স্বজনরা ফিতা কেটে সব রাস্তার উদ্বোধন করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।           

এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমার হাবিব, পাবনা পৌরসভার প্যানেল মেয়র-১ ফরিদুল ইসলাম ডালু, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ অনেকে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ