• 0
  • 0
Verified আই নিউজ বিডি ডেস্ক
Posted at 01/04/2020 12:53:am

এমপি সেলিম ওসমানের উদ্যোগে ৫ হাজার পরিবারকে চাউল বিতরন

এমপি সেলিম ওসমানের উদ্যোগে ৫ হাজার পরিবারকে চাউল বিতরন
প্রতিনিধি, নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সাংসদ একে এম সেলিম ওসমানের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার দুপুরে ৫ হাজার দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ করেছেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। এসময়  তিনি আই নিউজ বিডিকে বলেন, আমাদের সাথে সাংবাদিকগণ, আমাদের ইউডপি চেয়ারম্যন আছেন, মেম্বরগণ আছেন, আমাদের গ্রাম পুলিশ, সেচ্ছাসেবকগণ আছেন। তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই আমাদের সাথে কাজ করছেন। বিনা শ্রমেই তাঁরা বিভিন্ন প্রবাসীদের বাসায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকে ধামগড় ইউনিয়নের দশদোনা হালুয়াপাড়া'র শেখ জামাল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এলাকার ১ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পরে বিকালে আরো ৪টি ইউনিয়নের ৪ হাজার অসহায় পরিবারের মাঝেও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুম আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান মোতালিব মেম্বারসহ নবীর হোসেন , ফয়েজুর রহমান ফয়েজ,আবু সাঈদ, হাবিবুর রহমান,আমজাদ হোসেন, কবির হোসেন, আইয়ুব, বাবুল মেম্বারগণ এবং সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা, সুফিয়া ও সখিনা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ