- 0
- 0
করোনা আতঙ্ক: দোকানপাট বন্ধে পত্রিকা বিক্রেতারা বেকার

দিনাজপুর হাকিমপুরে করোনাভাইরাস আতঙ্কে দোকান পাট বন্ধের কারণে পত্রিকা বিক্রেতারা বেকার হয়ে পড়েছে।
পত্রিকার এজেন্ট সাজু মিয়া বলেন, হাতেগোনা কয়েকটা পত্রিকা আসলেও আফিস, দোকানপাট বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছি।পত্রিকার বিলি করা সম্ভব হচ্ছে না। ফলে পত্রিকার বিক্রেতারা মানবেতর জীবন যাপন করছে।
আরো কয়েকজন পত্রিকা বিক্রেতা জানান, করোনা আতঙ্ক নয়, আমরা না খেয়ে মারা যাবো। লোকজন ঘর থেকে বাহির না হলে প্রত্রিকা কে নিবে।
হিলি বাজারের দোকানদাররা জানান, আমরা জরুরি কাজ ছাড়া বাহির হচ্ছি না তাহলে পত্রিকা কি ভাবে নিবো।
হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গাজীটিভি আনোয়ার হোসেন বুলু জানান, করোনা ভাইরাসে হিলির প্রায় সব জায়গাতে জনশূন্য অবস্থা। দোকানপাট, অফিস বন্ধ থাকায় হকাররা পত্রিকা বিলি করতে পারছে না। তারা নিজেদের অসহায়ত্ব বোধ করছে। তিনি সংশ্লিষ্ট মিডিয়া হাউস ও সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।
মোঃ লুৎফর রহমান
হিলি প্রতিনিধি