বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৫/০২/২০২৫ ০৫:৪৪পি এম

ডিসির পদবি পরিবর্তন ও মামলা গ্রহণের ক্ষমতা: নতুন সুপারিশে চমক

ডিসির পদবি পরিবর্তন ও মামলা গ্রহণের ক্ষমতা: নতুন সুপারিশে চমক
জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিদ্যমান পদবি পরিবর্তনের সুপারিশ করেছে। তাদের নতুন প্রস্তাবনা অনুযায়ী, জেলা প্রশাসকের নাম পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর নাম ‘উপজেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদন হস্তান্তর ও গুরুত্বপূর্ণ সুপারিশ

আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেওয়া হয়। কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এ প্রতিবেদন হস্তান্তর করেন। একই দিন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে দুই কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। প্রতিবেদনের সারসংক্ষেপও সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসকের নতুন নামকরণ

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে, অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) পদবি পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করার প্রস্তাব করা হয়েছে।

জেলা কমিশনারের মামলা গ্রহণের ক্ষমতা

এই সুপারিশ অনুযায়ী, জেলা কমিশনারকে (জেলা ম্যাজিস্ট্রেট) মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিআর (কোর্ট রেজিস্ট্রার) মামলার প্রকৃতির অভিযোগ গ্রহণের ক্ষমতা দেওয়া উচিত। এ ক্ষমতার আওতায় তিনি অভিযোগ তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে বা সমাজের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিশি বা তদন্তের নির্দেশ দিতে পারবেন।

প্রাথমিক তদন্তে অভিযোগ গ্রহণযোগ্য হলে থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিতে পারবেন এবং পরবর্তী সময়ে মামলাটি আদালতে স্থানান্তরিত হবে। এই পদ্ধতির ফলে সাধারণ নাগরিকেরা সহজেই মামলা করার সুযোগ পাবেন এবং আদালতের ওপর মামলার চাপ কমবে। তবে অভিযোগকারী একই বিষয়ে পুনরায় আদালতে যেতে পারবেন না। এ বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।

উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপনের সুপারিশ

কমিশন উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপনের সুপারিশ করেছে। তাদের মতে, এই পদক্ষেপের ফলে সাধারণ নাগরিকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করার কথাও উল্লেখ করা হয়েছে।

উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা পদের প্রস্তাব

জনপ্রশাসন সংস্কার কমিশন থানার ‘অফিসার ইনচার্জ’ এর কাজ এবং আইনশৃঙ্খলা রক্ষার তদারকির জন্য ‘উপজেলা জননিরাপত্তা কর্মকর্তা’ নামে নতুন একটি পদ সৃষ্টি করার সুপারিশ করেছে। তাদের প্রস্তাব অনুসারে, উপজেলা পর্যায়ে একজন সহকারী পুলিশ সুপারকে এই পদে নিযুক্ত করা যেতে পারে।

সুপারিশ বাস্তবায়নের সম্ভাবনা

কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হলে প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে। এতে মামলার জট কমে যাবে এবং সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া সহজ হবে। তবে এসব পরিবর্তন বাস্তবায়নের আগে সরকারকে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার পাশাপাশি সামাজিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সুপারিশগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ