বন্দরে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করায় ৪ জন আটক
নারায়ণগঞ্জ বন্দরে লিফলেট বিতরণ কালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন কদম রসুল এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু (৫০), নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মৃত শুক্কুর মিয়ার ছেলে যুবলীগ নেতা ফারুক (৪৫, দড়ি সোনাকান্দা এলাকার আনু মিয়ার ছেলে ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জামান মিয়া (৪২) ও একই এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে সাইদুল মোল্লা (৪৭)। সকলেই পলাতক সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ৩(৯)২৪ নং মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৩ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।