বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০২/০২/২০২৫ ০৬:৪৬পি এম

গণ-অভ্যুত্থানে আহতদের আলটিমেটাম: সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

গণ-অভ্যুত্থানে আহতদের আলটিমেটাম: সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
রাজধানীর শ্যামলীতে উত্তাল আন্দোলন! বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিরা সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। দাবিগুলো নিয়ে রবিবার বিকাল ৪টার মধ্যে সিদ্ধান্ত না এলে তারা সচিবালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন।

শ্যামলীতে উত্তাল বিক্ষোভ, থমকে গেছে রাজধানীর যান চলাচল

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্যামলী শিশু মেলা ও আশপাশের সড়ক অবরোধ করেন আহত আন্দোলনকারীরা। এতে মিরপুর রোড, আগারগাঁওসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে সাধারণ জনগণ, বিশেষ করে হাসপাতালমুখী রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

এর আগে শনিবার সন্ধ্যা থেকে একই দাবিতে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়ে আসলেও সরকার তাতে কর্ণপাত করছে না।

আহতদের অভিযোগ: অবহেলায় ধুঁকছে জীবন

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অভিযোগ, সঠিক চিকিৎসার অভাবে তারা দিন দিন আরও বিপর্যস্ত হয়ে পড়ছেন। অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে চিকিৎসা চালাচ্ছেন, কেউবা বসতবাড়ি বিক্রি করে চিকিৎসার খরচ জোগাচ্ছেন। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, যতদিন না তাদের সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন।

‘আমাদের অধিকার কেউ মানছে না’

আন্দোলনকারী মনিরুল ইসলাম বলেন, 'দাবি আদায়ের জন্য আমাদের রাস্তায় নামতে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনাকে উৎখাত করে কী লাভ হলো? আমরা আগের মতোই বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের অধিকার নিয়ে বর্তমান প্রশাসনও নিরব।' তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, বিকেল ৪টার মধ্যে দাবি মেনে না নিলে তারা সচিবালয় ঘেরাও করবেন।

যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ আহত হাসান বলেন, 'সরকার আমাদের জন্য ফ্রি চিকিৎসার ঘোষণা দিলেও, হাসপাতালগুলোতে আমাদের প্রতি অবহেলা করা হচ্ছে। চিকিৎসকরা শুধু ওয়ার্ডে এসে উপস্থিতি দেখিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কার্যকর কোনো চিকিৎসা দিচ্ছেন না।'

‘আমরা বিসর্জন দিয়েছি, কিন্তু আমাদের কথা কেউ ভাবছে না’

শাহীন নামে এক আন্দোলনকারী বলেন, 'আমি যদি ঠিকভাবে চিকিৎসা পেতাম, তাহলে আজ পঙ্গুত্ব বরণ করতে হতো না। অথচ চিকিৎসকদের অবহেলার কারণে আমি সবকিছু হারালাম। এখন আমার পরিবারসহ চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে।'

ভুক্তভোগীদের দুর্ভোগ: কী হবে সমাধান?

এদিকে, আন্দোলনের কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগী ও যাত্রীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। বগুড়ার শেরপুর থেকে ঢাকায় আসা ষাটোর্ধ্ব গোলাম আজম বলেন, 'ঢাকা মেডিকেলে ভর্তি থাকা ভাতিজাকে দেখতে এসেছি। কিন্তু রাস্তায় গাড়ি বন্ধ থাকায় কল্যাণপুর থেকে পায়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছি। জানি না, আর কতদূর হেঁটে যেতে হবে।'

একই দুর্ভোগের শিকার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারমপুর থেকে আসা নূর মোহাম্মদ। ভাঙা পায়ের চিকিৎসা করাতে আসা এই ব্যক্তি বলেন, 'আমার দুর্ঘটনায় ভাঙা পায়ে গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় ক্ষত সৃষ্টি হয়েছে। সকালেই পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এখন সাভার যাওয়ার জন্য বাসে উঠেছিলাম, কিন্তু দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছি। বাধ্য হয়ে হেঁটে রওয়ানা দিয়েছি।'

সরকারের নীরবতা ও ভবিষ্যৎ পদক্ষেপ

সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনকারীদের দাবি, তাদের প্রতি সরকারের নজরদারি না থাকলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। সচিবালয় ঘেরাওয়ের আলটিমেটাম নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ