বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০১/০২/২০২৫ ০৬:০২পি এম

ড. ইউনূসের শাসনামলে যুবদল নেতার মৃত্যু কেন? রিজভীর কঠোর প্রশ্ন

ড. ইউনূসের শাসনামলে যুবদল নেতার মৃত্যু কেন? রিজভীর কঠোর প্রশ্ন
কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে থাকা এক যুবদল নেতার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন, "ড. ইউনূসের আমলে এ ধরনের ঘটনা ঘটবে কেন?"

রিজভীর ক্ষোভ

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখার সময় তিনি এই প্রশ্ন উত্থাপন করেন। রিজভী বলেন, "কুমিল্লায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং ভয়ংকর ইঙ্গিত বহন করে।"

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

রিজভী আরও বলেন, "ড. ইউনূসকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো অত্যন্ত পছন্দ করে। দেশের মানুষও তাঁকে সম্মান করে, কারণ তিনি আন্তর্জাতিকভাবে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাঁর শাসনামলে শেখ হাসিনার সময়কার দমন-পীড়নের পুনরাবৃত্তি হলে জনগণ হতাশ হবে।"

বিচারবহির্ভূত হত্যার নিন্দা

রিজভী যুবদল নেতার মৃত্যুর ঘটনাকে 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড' উল্লেখ করে বলেন, "যদি ওই ছেলেটি অপরাধী হয়ে থাকেন, তবে তাঁকে আইনগতভাবে বিচারের আওতায় আনা যেত। কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে হত্যা করে তাঁর পরিবারকে লাশ ফিরিয়ে দেওয়া—এ ধরনের নিষ্ঠুরতা কেন ঘটবে?" তিনি আরও বলেন, "একটি দানবীয়, রক্তপিপাসু সরকারকে জনগণ পরাজিত করেছে। কিন্তু এখনো যদি তার শাসনামলের পুনরাবৃত্তি হয়, তাহলে জনগণের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে।"

জনগণের রক্ত বৃথা যাবে না

রিজভী তাঁর বক্তব্যে অতীতের আন্দোলনে প্রাণ হারানো তরুণদের স্মরণ করেন। তিনি বলেন, "রাজপথে যাঁরা রক্ত দিয়েছেন, আহাদ, মুগ্ধ, আবু সাঈদরা জীবন দিয়ে যে আন্দোলন সফল করেছে, তা যেন বৃথা না যায়।"

বিদেশি অপপ্রচারের অভিযোগ

তিনি আরও অভিযোগ করেন, "একটি প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে ব্যর্থ করতে চাইছে। শেখ হাসিনার পতনের পরও কেন তাঁর সময়কার অপশাসন চলবে? জনগণের প্রত্যাশা হলো, নতুন সরকার সঠিক পথে চলবে এবং অন্যায়-অত্যাচার বন্ধ হবে।"

জনগণের প্রত্যাশা কী?

রিজভী মনে করেন, বর্তমান সরকারের উচিত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অন্যথায়, জনগণের ক্ষোভ আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, "বিদেশি চক্রান্ত মোকাবিলা করেই দেশকে সঠিক পথে পরিচালিত করতে হবে। যদি সরকার তা করতে ব্যর্থ হয়, তবে দেশ আরও সংকটে পড়বে।"

সমাপ্তি

যুবদল নেতার মৃত্যু নিয়ে রিজভীর এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। বিএনপি এই ঘটনাকে সরকারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ হিসেবে দেখছে। এখন দেখার বিষয়, সরকার এই অভিযোগের কী ব্যাখ্যা দেয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গড়ায়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ