রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৯/০৮/২০২৪ ০১:৩৮এ এম

ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহর সাহায্যের আবেদন

ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহর সাহায্যের আবেদন
সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। সেখানে থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সাহায্যের আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফান্ডিং করলেও বিপ্লবে আহত ও শহীদদের জন্য আমরা সরাসরি কোনো তহবিল গঠন করিনি, সংগত কারণেই।”

তিনি আরও বলেন, “আমরা আগেও বলেছি, সমন্বয়ক পরিচয়ে কেউ যেন টাকা সংগ্রহ না করে, কিংবা আপনারাও শুধুমাত্র সমন্বয়ক পরিচয়ে কাউকে টাকা না দেন।”

হাসনাত আহবদুল্লাহ উল্লেখ করেন, “যারা আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য এই মুহূর্তে অর্থ সহায়তা করতে চান, তারা চেষ্টা করুন সরাসরি রোগীদের কাছেই সহায়তা পৌঁছানোর। বিশ্বাস করুন, তাদের এখন অনেক সহায়তার প্রয়োজন।”

তিনি আরও জানান, বিভিন্ন এনজিও তালিকা করে কাজ করছে, তাদের মাধ্যমে সাহায্য পৌঁছানো যেতে পারে। যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কের মাধ্যমে সাহায্য করতে চান, তবে ছোট ভাই তারেকের নেতৃত্বে গঠিত স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির হটলাইন নম্বরে যোগাযোগ করুন। তারা সরাসরি পেশেন্টদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে, যাতে আপনারা সরাসরি তাদের কাছে অর্থ পৌঁছে দিতে পারেন।

হটলাইন নম্বর (ডোনারদের যোগাযোগের জন্য): ০১৩০৩৩৮০৩৮৯
হটলাইন নম্বর (যেকোনো জরুরি সহায়তার জন্য): ০১৪০০৭২৮০৮০ এবং ০১৮১৮২৭৯২১৭

উল্লেখ্য, গত রবিবার রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন। সেই থেকে এখনও হাসনাত সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ