আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৩/০১/২০২৫ ০৩:৫৯পি এম
ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেছেন, সরকারে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। কারণ এটি সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে বাধা সৃষ্টি করবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে এবং একইসঙ্গে তাদের প্রতিনিধি সরকারে থাকে, তাহলে সেই সরকার আর নিরপেক্ষ থাকবে না। যদি তারা সরকারে থেকেই নির্বাচন পরিচালনা করে, তাহলে রাজনৈতিক দলগুলো সেটি কোনোভাবেই মেনে নেবে না।"
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি আলোচিত জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "সরকার যদি চায়, তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। তবে সেই নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে।"
নির্বাচনের দ্রুততার ওপর গুরুত্বারোপ
বিএনপির মহাসচিব জানিয়েছেন, তাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। তবে এর আগে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, "আমরা আগেও বলেছি এবং এখনও বলছি, যত দ্রুত নির্বাচন হবে, দেশের জন্য ততই মঙ্গল।" তিনি আরও যোগ করেন, "সরকার চাইলে জুন, জুলাই বা আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব। তবে এজন্য সবার ঐক্যমত থাকা জরুরি।"
সংস্কার কার্যক্রমের চ্যালেঞ্জ ও সমাধান
মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়ে বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দুই বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দিয়েছি। এর মধ্যে সংবিধান সংস্কার, জুডিশিয়াল কমিশন, ইলেকশন কমিশন ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত।"
তিনি আরও বলেন, "যে সংস্কারের কথা বলা হচ্ছে, তার সফল বাস্তবায়নের জন্য পার্লামেন্ট অপরিহার্য। সংবিধান সংশোধন বা বড় কোনো আইনগত পরিবর্তন করতে গেলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। সে কারণেই আমরা মনে করি, যত দ্রুত নির্বাচন হবে, দেশের জন্য ততই ভালো।"
ন্যূনতম কনসেনসাস ও ভবিষ্যতের চ্যালেঞ্জ
মির্জা ফখরুল জানান, সংস্কার কার্যক্রমে ন্যূনতম ঐকমত্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "যদি সংস্কার কার্যক্রমের রিপোর্টগুলো আমাদের প্রস্তাবের সঙ্গে মিলে যায়, তাহলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যেগুলো মিলবে না, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম কনসেনসাসের মাধ্যমে সমাধান করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "সংস্কার কার্যক্রমে আইনগত অনুমোদন দেওয়ার অধিকার কেবল পার্লামেন্টের রয়েছে। পার্লামেন্ট ছাড়া বড় কোনো পরিবর্তন সম্ভব নয়।" এ প্রসঙ্গে তিনি সরকারের প্রতি দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য থেকে স্পষ্ট যে, দেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার অপরিহার্য। তিনি সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "দ্য সুনার দ্য ইলেকশন, দ্য বেটার ফর দ্য কান্ট্রি।" দেশের ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।