বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৩/০১/২০২৫ ১২:২৯পি এম

আইএমএফের শর্তে রাজস্ব আহরণে কতটা সফল, জানতে চায় অর্থ বিভাগ

আইএমএফের শর্তে রাজস্ব আহরণে কতটা সফল, জানতে চায় অর্থ বিভাগ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্ত পূরণে বাংলাদেশ সরকার সম্প্রতি ভ্যাট এবং শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, তার কার্যকারিতা পর্যালোচনা করতে চায় অর্থ বিভাগ। এ লক্ষ্যে গত ১৫ জানুয়ারি অর্থ বিভাগ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে। চিঠিতে জানানো হয়েছে, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে আইএমএফের শর্ত কতটা পূরণ হয়েছে, তা নির্ধারণ করে প্রতিবেদন দাখিল করতে হবে।

অর্থ বিভাগের নির্দেশনা

চিঠিতে অর্থ বিভাগ স্পষ্ট জানিয়েছে, সম্প্রতি জারি করা অধ্যাদেশগুলোর মাধ্যমে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এছাড়াও জারি করা অধ্যাদেশগুলোর সত্যায়িত অনুলিপি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু পণ্য ও সেবার উপর বাড়ানো ভ্যাট কমানোর বিষয়টি উল্লেখ করে অর্থ বিভাগ জানতে চেয়েছে, এই পরিবর্তনগুলো শর্ত পূরণে যথেষ্ট কি না এবং এর মাধ্যমে কতটুকু অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

শর্তপূরণের লক্ষ্যে কর বৃদ্ধি
আইএমএফের শর্ত অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে প্রায় শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট, শুল্ক এবং আবগারি শুল্ক বাড়ানো হয়। মুঠোফোন সেবা, ইন্টারনেট, পোশাক, রেস্তোরাঁ বিল, মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংকস, বিস্কুট, চশমার ফ্রেম এবং সিগারেটসহ বেশ কয়েকটি নিত্যপণ্য ও সেবাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তবে পরবর্তীতে কিছু পণ্য ও সেবার উপর থেকে শুল্ক কমিয়ে আনা হয়।

রাজস্ব আদায় নিয়ে মতবিরোধ
আইএমএফের শর্তপূরণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ বিভাগ এবং এনবিআরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ভ্যাট বিভাগের একাধিক কর্মকর্তার অভিযোগ, বাড়তি রাজস্ব আদায়ের বিষয়ে এনবিআরের সঙ্গে তেমন আলোচনা ছাড়াই অর্থ বিভাগ আইএমএফের শর্ত মেনে নিয়েছে। এরপর এনবিআরকে সেই শর্ত পূরণ করতে বাধ্য করা হয়েছে।

ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া
শুল্ক ও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সমাবেশ করেছে একাধিক ব্যবসায়ী সংগঠন। তাদের দাবি, এই সিদ্ধান্ত ব্যবসায়িক কার্যক্রম এবং ভোক্তা খরচে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ভ্যাট কমানোর উদ্যোগ
ভ্যাট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যেই এনবিআর কিছু পণ্য ও সেবার উপর থেকে শুল্ক-কর কমিয়ে নতুন আদেশ জারি করেছে। এনবিআরের ভ্যাট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে রাজস্ব আদায়ের হিসাব-নিকাশ করে অর্থ বিভাগকে জানানো হবে যে, আইএমএফের শর্ত কতটা পূরণ করা সম্ভব হয়েছে।

নজরদারির প্রয়োজনীয়তা
সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এবং ব্যবসায়ীদের উদ্বেগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ এবং সাধারণ মানুষের উপর প্রভাব কমিয়ে আনার বিষয়ে সরকারকে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ