আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/০১/২০২৫ ০৩:৫৭পি এম
আসছে নতুন রাজনৈতিক দল! ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ, নেতৃত্বে তরুণরা
দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এবং "জাতীয় নাগরিক কমিটি" মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। দীর্ঘদিনের অপরাজনীতির বিপরীতে একটি নতুন রাজনৈতিক ভাষা নির্মাণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
লংমার্চ দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা
জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাইদের বাড়ি রংপুর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের শহিদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত গিয়ে দল ঘোষণার পরিকল্পনা করা হয়েছে। নাগরিক কমিটির বাংলামোটরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, "দেশের সাধারণ মানুষ একটি নতুন রাজনৈতিক শক্তির জন্য অপেক্ষা করছে। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা প্রস্তুত। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা দেশে সংগঠনের বিস্তার ঘটিয়েছি। আমাদের বিশ্বাস, জনগণ আমাদের মন থেকে গ্রহণ করবে।"
নেতৃত্বে তরুণদের প্রাধান্য
নতুন রাজনৈতিক দলে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নেতারা বলছেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে তরুণদের ভূমিকা প্রমাণ করে, দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তারাই বড় শক্তি।
জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাত বলেন, "তরুণদের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা ইতোমধ্যে প্রায় সব জেলায় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছি। তরুণদের জন্যই আমাদের এই নতুন দল।"
দলের কাঠামো ও কার্যক্রম
দ্রুততম সময়ে দল গঠনের কাজ শেষ করার জন্য একটি ১৭ সদস্যের বিশেষ টিম কাজ করছে। এই টিমে রয়েছেন ছাত্রনেতা, সাবেক আমলা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি। তারা দলটির গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়নের কাজ করছেন।
এ পর্যন্ত দেশের ২১০টি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে এবং ওয়ার্ড পর্যায়েও কাজ চলছে। নেতারা জানিয়েছেন, দলে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করা হবে। তাদের গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
লংমার্চের সময় দল ঘোষণার সম্ভাবনা
লংমার্চ শুরু করার আগে বা লংমার্চ শেষে দল ঘোষণার বিষয়ে আলোচনা চলছে। তবে বৈঠকে উপস্থিত অধিকাংশ সদস্য লংমার্চ শুরুর দিনেই দল ঘোষণার পক্ষে মত দিয়েছেন। এতে তৃণমূলে দলটি সম্পর্কে প্রচারণা চালানো সহজ হবে বলে তারা মনে করেন।
নতুন দলের নাম ও নেতৃত্ব
নতুন দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। দলের কাঠামো এবং নেতৃত্বের বিষয়েও সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নিয়ে এগিয়ে যাচ্ছেন।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া
নেতাদের দাবি, নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা ভেঙে একটি নতুন দিশা দেখানোর জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।