বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০১/২০২৫ ০৯:৪৮পি এম

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার কখনই বৈধ নয়, মন্তব্য মির্জা ফখরুলের

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার কখনই বৈধ নয়, মন্তব্য মির্জা ফখরুলের
ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে, নির্বাচিত সরকার ছাড়া কোনো ধরনের সংস্কার কখনই বৈধতা পায় না, এবং এমন সংস্কারের কোনো বাস্তব শক্তি থাকে না। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে এবং সংস্কারের দোহাই দিয়ে সরকার নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাচ্ছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “সংস্কারের কথা আমরা দুই বছর আগে ৩১ দফা আকারে দিয়েছি। এখন কোনো খোঁড়া যুক্তি দিয়ে আর চলবে না, যে আগে সংস্কার তারপর নির্বাচন।”

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, "বর্তমানে দেশের অর্থনীতি ভালো অবস্থানে নেই এবং দুর্নীতির প্রকোপ বেড়েছে। প্রশাসনে যে আমলারা আছেন, তারা আবার আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন।" তিনি দাবি করেন, একটি রাজনৈতিক সরকার ছাড়া দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়।

তিনি আরও বলেন, “যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে।”

এছাড়া, আওয়ামী লীগকে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল, তবে তা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর নাম, ছবি, মূর্তি নেমে পড়লেও জিয়াউর রহমানের নাম মানুষের অন্তরে অম্লান থাকবে।"

এ আলোচনাসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ