বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০১/২০২৫ ০৯:৪৪পি এম

শোকাবহ সংবাদ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কর্নেল কাদের খান আর নেই

শোকাবহ সংবাদ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কর্নেল কাদের খান আর নেই
গাইবান্ধার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল কাদের খান (৭৮) আজ সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার ভোরে তাঁর মৃত্যু ঘটে।

আবদুল কাদের খান, যিনি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। তবে তাঁর রাজনৈতিক জীবন কালো দাগে পরিণত হয়, কারণ তিনি গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান আসামি হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় আবদুল কাদের খান গ্রেপ্তার হন। পরবর্তীতে, গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত তাঁকে মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

কাদের খানের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান রেখে গেছেন, যারা দুজনই চিকিৎসক। আজ রাতে বগুড়ায় তাঁর দাফন সম্পন্ন হবে।

উল্লেখযোগ্য যে, কাদের খানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল এবং ১৫ জানুয়ারি তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন।

এটি গাইবান্ধা তথা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের শেষ অধ্যায়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ