আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০১/২০২৫ ০৬:৩১পি এম
হাসিনার পতনে এক-দেড় মাসের আন্দোলন? বিএনপি নেতার কড়া মন্তব্য
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এক-দেড় মাসের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটানো সম্ভব নয়। বরিশালে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা টানা ১৬ বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই সংগ্রামের মূলে রয়েছে গুম, খুন, জেল-জুলুম, ও অসংখ্য ত্যাগ-তিতীক্ষা। তিনি বলেন, যারা মনে করেন অল্প সময়ের আন্দোলনে এই পরিবর্তন সম্ভব হয়েছে, তারা "বোকার স্বর্গে" বাস করছেন।
রোববার বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরের সদর রোডে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। একই দিনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আরেকটি কর্মসূচিতে অংশ নেন আবদুল আউয়াল।
বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান
আলোচনা সভায় আবদুল আউয়াল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষের বাক্স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, গণতন্ত্র হরণের প্রতিটি ক্ষেত্রে বিএনপি পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে গেছে। বিএনপির নেতা-কর্মীরা এ সংগ্রামে জীবন দিয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন এবং অগণিত ত্যাগ স্বীকার করেছেন।
অভ্যুত্থানের সাফল্য সকলের অর্জন
জুলাই-আগস্টের অভ্যুত্থানের সাফল্যের প্রসঙ্গে আবদুল আউয়াল বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়। দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এ অর্জন ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিকল্প নেই।
বরিশালের অন্যান্য নেতাদের বক্তব্য
অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম ও সদস্যসচিব জিয়া উদ্দীন সিকদার।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই দিনে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আবদুল আউয়াল। সেখানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন।