বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৬/০১/২০২৫ ০৮:২৮পি এম

সচিবালয়মুখী বিক্ষোভে পুলিশের লাঠিপেটা ও জলকামান, আহত কয়েকজন

সচিবালয়মুখী বিক্ষোভে পুলিশের লাঠিপেটা ও জলকামান, আহত কয়েকজন
রাজধানীতে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

পুলিশ আগে থেকেই শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড বসিয়েছিল। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান ও দুইটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কয়েক মিনিট ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে যায়।

বিক্ষোভকারীদের পক্ষে ইডেন কলেজের ছাত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রী জয়মা মুনমুন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর দফায় দফায় লাঠিপেটা করেছে, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এতে আমাদের ছয় থেকে সাতজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

এ বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা, তাঁদের ওপর হামলা নয়। আমরা তাঁদের প্রতিনিধি দল পাঠানোর পরামর্শ দিলেও তাঁরা তা মানেননি।”

এ প্রতিবাদের সূত্রপাত হয় গতকাল বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ মিছিলে হামলার ঘটনার পর। আজকের বিক্ষোভে এ ঘটনার জড়িতদের শাস্তির দাবিতে মিছিলকারীরা সচিবালয়ের দিকে যাচ্ছিল।

বেলা সোয়া একটার দিকে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ