বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২৫ ০৭:৫৯পি এম

বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্যে শুভেন্দুর নতুন কটাক্ষ

বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্যে শুভেন্দুর নতুন কটাক্ষ
বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল,”—পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর এ মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভারতীয় সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ওই দেশে দরিদ্র মানুষের সংখ্যা এত বেশি যে, তারা ভারতেও দরিদ্র পাঠাচ্ছে। এখানে এসে তারা মাদ্রাসা, জঙ্গি ও উগ্রবাদী কার্যক্রম চালাতে চায়।”

শুধু এখানেই থামেননি শুভেন্দু। বর্তমান অন্তর্বর্তী বাংলাদেশ সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “এটি একটি তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী সরকার।” তার এই বক্তব্য ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যুতেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এক সাংবাদিকের প্রশ্নে তিনি ভারতের সরকারকে সীমান্ত রক্ষার প্রতি আরও কঠোর হওয়ার আহ্বান জানান। শুভেন্দু বলেন, “ভারত সরকারের উচিত সীমান্ত, সেনা ও সীমান্তবর্তী জনগণকে রক্ষা করা।”

এ ধরনের মন্তব্যের কারণে শুভেন্দু অধিকারী এর আগেও সমালোচিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘নাবালক’ বলে উপহাস করেন।

বাংলাদেশি নেটিজেন ও রাজনীতিবিদরা শুভেন্দুর এসব মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তাকে সমালোচনার ঝড় বইছে। নেটিজেনদের মতে, এ ধরনের কটূক্তি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ