বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২৫ ০৭:২১পি এম

ষড়যন্ত্রের ফাঁদে বিধবা স্ত্রী, ন্যায়বিচারের আকুতি

ষড়যন্ত্রের ফাঁদে বিধবা স্ত্রী, ন্যায়বিচারের আকুতি
মিথ্যা মামলা ও সম্পত্তি আত্মসাৎ চক্রের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান জান্নাতুল ফেরদৌস

ঢাকা: ডিবির প্রভাবশালী সাবেক কর্মকর্তা হারুনের মাধ্যমে একটি চক্র প্রয়াত ব্যবসায়ী হাসান আহমেদের সম্পত্তি আত্মসাৎ ও তার পরিবারকে হয়রানির অভিযোগে বিধবা স্ত্রী জান্নাতুল ফেরদৌস ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। তিনি সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি তুলে ধরেন।

জান্নাতুল ফেরদৌস জানান, তার স্বামী হাসান আহমেদ বাংলাদেশের বিমা খাতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি জুট রপ্তানিতে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রেখেছিলেন।

ষড়যন্ত্রের শুরু ও হয়রানি:
২০২০ সালে স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন হাসান আহমেদ। এ সময় তার সহকর্মী বিদ্যুৎ ঘোষ এবং তার ভাই কবির আহমেদ সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্র শুরু করেন। বিদ্যুৎ ঘোষ হাসান আহমেদের অফিস থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেন। এমনকি হাসান আহমেদ তার বিরুদ্ধে মতিঝিল থানায় জিডি করেন (নং ১৩৪)।

২০২২ সালের ২৪ জানুয়ারি হাসান আহমেদের মৃত্যু হয়। তার মৃত্যুর পর বিদ্যুৎ ঘোষ ও তার সহযোগীরা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করেন। তবে তদন্ত শেষে পল্টন থানার পুলিশ এটি মিথ্যা প্রমাণ করে।

ডিবির প্রভাব ও মামলা:
জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, বিদ্যুৎ ঘোষ এবং তার সহযোগীরা ডিবি কর্মকর্তা হারুনের মাধ্যমে পুলিশ প্রভাবিত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করান। এমনকি বিদ্যুৎ ঘোষ, তার দেবর মুসা আহমেদকে তিন কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়ে প্রভাব খাটান।

তিনি বলেন, "আমার পরিবার মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের শিকার। আমার সন্তানরা তাদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত। প্রশাসন ও সরকারের কাছে ন্যায়বিচার কামনা করছি।"

আগামী ১৫ জানুয়ারি নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। জান্নাতুল ফেরদৌস প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর কাছে বিদ্যুৎ ঘোষ গংদের গ্রেপ্তার ও সম্পত্তি ফেরতের জন্য সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ