আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৩/০১/২০২৫ ০৪:০৭পি এম
ট্রাকের ধাক্কায় ঘুমন্ত নারীর মৃত্যু, আহত তিন বছরের শিশু!
লালমনিরহাটের হাতীবান্ধায় একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা নুরি বেগম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর তিন বছরের নাতি আবদুল্লাহ আহত অবস্থায় উদ্ধার হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আজ সোমবার ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়ার বটতলা এলাকায়।
ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে পাটিকাপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় সাগর হোসেনের বাড়ি। সাগর কাজের সুবাদে ঢাকায় থাকেন। তাঁর মা নুরি বেগম ও তিন বছরের ছেলে আবদুল্লাহ ওই বাড়ির টিনের চালের ঘরে থাকতেন।সকাল ছয়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা নুরি বেগম ও শিশু আবদুল্লাহ ট্রাকের নিচে আটকা পড়েন।
উদ্ধার অভিযান:
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় শিশু আবদুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর আরও দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নুরি বেগমের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।
প্রশাসনের বক্তব্য:
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমরান হোসেন বলেন, "মহাসড়কের পাশের ঘরে ট্রাক ঢুকে এক নারী নিহত ও এক শিশু আহত হয়েছে।" আহত আবদুল্লাহকে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক।
স্থানীয়দের ক্ষোভ:
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের পাশে কোনো রকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বসতঘর নির্মাণ ঝুঁকিপূর্ণ। এ ঘটনার পর এলাকাবাসী মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
উল্লেখযোগ্য দিক:
এই দুর্ঘটনা আবারও মহাসড়কের নিরাপত্তার ঘাটতি এবং নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। প্রশাসনের উচিত দ্রুত এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।