• 0
  • 0
Verified আই নিউজ বিডি ডেস্ক
Posted at 17/09/2020 04:53:pm

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বাজার উচ্ছেদ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বাজার উচ্ছেদ

জামালপুর শহরে পুরনো ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধ ঘেঁষে গড়ে উঠা অবৈধ বাজার উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম ভ্রাম্যমাণ আদালত চালিয়ে বাজারটির অবৈধ অর্ধ শতাধিক স্থাপনা গুড়িয়ে দেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জানান, শহরের ফৌজদারী মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধ ঘেষে বাজার গড়ে তুলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ভাড়া ও অবৈধভাবে টোল আদায় করে আসছিল। বাজারটি উচ্ছেদ করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় আলোচনা ও উচ্ছেদের সিদ্ধান্ত হয়।

ব্রহ্মপুত্র নদের উপর গড়ে তোলা এই বাজার উচ্ছেদে জেলা প্রশাসন প্রায় একবছর আগে নোটিশ দিলেও তা আমলে নেয়নি প্রভাবশালী চক্রটি। অবশেষে বুধবার তা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এই বাজার উচ্ছেদ করায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহরের সচেতন মহল।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ