Feedback

জেলার খবর

বানিয়াচংয়ে ব্যাংক কর্মকর্তা জাবিরের শখের সবজি বাগান

বানিয়াচংয়ে ব্যাংক কর্মকর্তা জাবিরের শখের সবজি বাগান
September 14
10:26pm
2020
Md. Jashim Uddin
Baniachong, Habiganj, প্রতিনিধি:
Eye News BD App PlayStore

মাচায় ঝুলে আছে দৃষ্টিনন্দন করলা। নিচে সমতল ভূমিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে করলা গাছ। এর আগে উপরে বাঁশ, সুতা আর তার দিয়ে তৈরি করা হয়েছে মাচা। সেই মাচা পেঁচিয়ে রয়েছে সবুজ করলা গাছ। সুতার ফাঁক দিয়ে নিচে ঝুলে আছে হাইব্রিড করলা। আর মাঝে মাঝে ফাঁকফোকরে চোখে পড়লো পোকা মারার প্রাকৃতিক ফাঁদ।  বলছিলাম হবিগঞ্জের বানিয়াচংয়ের ব্যাংক কর্মকর্তা জাবির বিশ্বাসের শখের সবজি বাগানের কথা। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা হয়েও তিনি নিজের বাড়ির আঙিনায় তিলে তিলে গড়ে তুলেছেন শখের বিশাল সবজি বাগান। পুরো বাড়ি ঘুরে দেখা গেল শুধু করলাই নয়। তার বাগানে রয়েছে লাউ, ঢেঁড়স, ঝিঙা, মিষ্টি কুমড়া, বরবটি, লেবু, কাঁচামরিচ, পুঁইশাক, লালশাকসহ নানান রকমের শাকসবজি। পুরো বাড়িতেই বিরাজ করছে সবুজের সমারোহ।     


এ ব্যাপারে কথা হয় উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লার বাসিন্দা জাবির বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, ছোটবেলা থেকেই শাকসবজি চাষের প্রতি আমার দূর্বলতা। স্কুলের ছাত্র থাকাকালীন এমনিতেই শখ করে এক/দুইটা করে যেকোনো জাতের সবজি বীজ বপন করতাম। আর এভাবেই আস্তে আস্তে সবজি চাষের প্রতি আমার আগ্রহ বেড়ে যায়।  পূবালী ব্যাংক লিমিটেড বানিয়াচং শাখায় কর্মরত জাবির বিশ্বাস জানান, সিলেটে যখন পড়াশোনা করতাম তখনই বাসার ছাদে টুকটাক সবজি চাষ করার চেষ্টা করতাম। দিনদিন এটা আমার শখে পরিণত হয়েছে। এখন এই কাজ ছাড়া থাকতে পারি না আমি।  বর্তমানে শুধু নিজের পরিবারের সদস্যদের খাবারের চাহিদাই মেটাচ্ছে না।


তিনি ইদানিং স্থানীয় বাজারে সবজি বিক্রিও করছেন। সবজি বিক্রেতারা তার বাগান থেকে সবজি কিনে নেন। এতে করে নিজের পরিবারের সবজির চাহিদা মেটানোর পাশাপাশি তার বাগান থেকে তিনি মাসে নির্দিষ্ট একটা উপার্জনও করে থাকেন।  ইদানিং কি পরিমাণ সবজি বিক্রি করছেন জানতে চাইলে তিনি জানান, গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে তার বাগান থেকে একদিন পরপর  ১০ কেজি করলা বিক্রি করছেন তিনি। তাছাড়াও প্রতিদিন ৩ থেকে ৪ টি লাউও বিক্রি করছেন তিনি। আগামী নভেম্বর পর্যন্ত এসব বিক্রি করবেন তিনি। প্রতিকেজি করলা পাইকারি দরে তিনি বিক্রি করছেন ৫০ টাকা দরে। তিনি আরও জানান, তার বাগানে রাসায়নিক সারের ব্যবহার একেবারেই কম হয়ে থাকে। বাগানে জৈব সারের ব্যবহারটাই বেশি। আর পোকা মারার জন্য বাগানে বিষ প্রয়োগ না করে তিনি ব্যবহার করছেন নিজের তৈরি ফাঁদ। এতে করে সবজির গুণগত মানও ঠিক থাকছে।


এক প্রশ্নের জবাবে জাবির বিশ্বাস জানান, প্রতিদিন সকাল ৬ টায় ঘুম থেকে ওঠেন তিনি। ঘুম থেকে উঠেই শুরু হয় তার সবজি বাগান পরিচর্যা। একটানা সকাল ৯ টা পর্যন্ত চলে তার বাগান পরিচর্যার কাজ। এরপর গোসল করে খাওয়া দাওয়া সেরে ছুটে চলেন অফিসে। প্রয়োজন হলে আবার কোনো কোনোদিন রাতে লাইট জ্বালিয়েও বাগানে কাজ করেন তিনি। তাছাড়া শুক্র-শনিবার তো আছেই। এই দুইদিন তিনি পুরো সময়টাই ব্যায় করেন সবজি বাগানের পরিচর্যা করে।  কর্মজীবী কেউ যদি এরকম সবজি চাষ করতে চান তাদের প্রতি জাবির বিশ্বাসের পরামর্শ হল-‘ধৈর্য আর পরিশ্রম এই দুইটি জিনিষ যাদের মধ্যে থাকবে তারা এ ব্যাপারে সফল হবে। অফিসে যাওয়ার আগে আবার সারাদিন অফিসে কাজ করে বাড়িতে এসে সবজি বাগানে সময় দেয়াটা কঠিন। যদিও আমার জন্য এখন আর কঠিন নয়। কারণ এটা আমার শখে পরিণত হয়েছে। তাছাড়া আমার মত যারা কাজপাগল তারা এটা করতে পারবে অনায়াসেই।’      স্থানীয় বড়বাজারের সবজি বিক্রেতা জুয়েল মিয়া জানান, জাবির বিশ্বাসের সবজির নিয়মিত ক্রেতা আমি। তার সবজিতে রাসায়নিক সারের ব্যবহার কম হওয়ায় খেতে সুস্বাদু। আর বাজারে প্রচুর চাহিদাও রয়েছে এসব সবজির।   

All News Report

সম্পর্কিত সংবাদ

ট্রেন্ডিং

শাকিল বাড়ি ফিরেছে,তবে মৃত

শাকিল বাড়ি ফিরেছে,তবে মৃত

নূরদের বিরুদ্ধে মামলাকারী তরুণীর এবার শাহবাগ থানায় মামলা

নূরদের বিরুদ্ধে মামলাকারী তরুণীর এবার শাহবাগ থানায় মামলা

দেশের বাজারে বর্তমান স্বর্ণের দাম

দেশের বাজারে বর্তমান স্বর্ণের দাম

স্মৃতির পাতায় অমলিন প্রিয় ক্যাম্পাস

স্মৃতির পাতায় অমলিন প্রিয় ক্যাম্পাস

পাপিয়া দম্পতির যাবজ্জীবন সাজা দাবি রাষ্ট্রপক্ষের

পাপিয়া দম্পতির যাবজ্জীবন সাজা দাবি রাষ্ট্রপক্ষের

স্তন  নিয়ে  প্রশ্ন করায় বেজয় চটে গেলেন শার্লিন চোপড়া

স্তন নিয়ে প্রশ্ন করায় বেজয় চটে গেলেন শার্লিন চোপড়া

মানুষ মত দেখতে অদ্ভুত প্রাণীটির দেখা মিলল পৃথিবীতে!

মানুষ মত দেখতে অদ্ভুত প্রাণীটির দেখা মিলল পৃথিবীতে!

রোববার থেকে সৌদির নতুন ভিসা

রোববার থেকে সৌদির নতুন ভিসা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ  মামলার তথ্য ও প্রমাণাদী চেয়ে তদন্ত কমিটির জরুরি প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মামলার তথ্য ও প্রমাণাদী চেয়ে তদন্ত কমিটির জরুরি প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ লক্ষ টাকার বীমা দাবী প্রদান করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ লক্ষ টাকার বীমা দাবী প্রদান করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

সুনামগঞ্জ সমাচার

সুনামগঞ্জ সমাচার

প্রথম ম্যাচে জয় পায় কলকাতা নাইট রাইডার্স

প্রথম ম্যাচে জয় পায় কলকাতা নাইট রাইডার্স

দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন ড. জাফরুল্লাহ

দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন ড. জাফরুল্লাহ

আত্মহত্যা !!

আত্মহত্যা !!

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় বিবিসির সাংবাদিকের সাক্ষ্য

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় বিবিসির সাংবাদিকের সাক্ষ্য