- 0
- 0
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবককে বিনাশ্রম কারাদন্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিন (২০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঘোনার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ওই এলাকার আবদুল মতলবের পুত্র। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।
তিনি জানান, সরকারি খাস ছড়া থেকে কিছুদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করেছিল ওই যুবক। অভিযানে বালু উত্তোলনের সময় যুবক জসিম উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত সংবাদ
- 1
- 0