• 0
  • 0
Verified আই নিউজ বিডি ডেস্ক
Posted at 13/09/2020 12:15:pm

নেপালে ভূমিধসে নিখোঁজ রয়েছে দুই ডজনের বেশি

নেপালে ভূমিধসে নিখোঁজ রয়েছে দুই ডজনের বেশি

নেপালে ভূমিধসে অনন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে দুই ডজনের বেশি মানুষ। শনিবার রাতে সিন্ধুপালচক জেলার বারহাবিস গ্রামীণ পৌরসভা-৭ এ ঘটনা ঘটে। খবর এএনআই’র। 

ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বারহাবিজ গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান নিম ফিনজো শেরপা। 

তিনি জানান, জেলার ভিরকহারকা এলাকায় ভূমিধসে ৯টি ঘরবাড়ি ভেসে গেছে। ২০-২৫ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ