- 0
- 0
তুমি বাংলা, তুমি বাঙ্গালি

মুজিব
কনক পাল
তুমি বাংলা, তুমি বাঙ্গালি
তুমি হাজারো বছরের বীর
তুমি পাহাড় নও, পর্বত নয়
তার চেয়েও উচু শির।।
তুমি হিসাব কষনি তোমার জীবনের
যৌবন করেছ আধাঁর
তুমি হাজারো বাঙ্গালীর প্রাণ
তুমি এই বাংলার।।
তুমি প্রতিবাদ জানতে, ন্যায় মানতে
অন্যায়কে রেখেছিলে দূরে
তুমি আছ বাংলার আকাশে-বাতাসে
তুমি আছ গানের সুরে।।
তুমি কান্না করতে শেখনি কখনও
সাহস ছিল তোমার জীবনে
তুমি হারিয়েছ কূল, হারিয়েছ সর্ব
তোমার ভয় ছিল না মরনে।।
তুমি আছ পাহাড়ি রাগিনীতে
তুমি রাখালের বাঁশির সুরে
অমরত্ব লাভ করেছ তুমি
বাংলার কুড়ে ঘরে।।
তুমি ঊষার আলো, তুমি সন্ধ্যার তাঁরা
তুমি হাজারো বাগানের ফুল
তুমি উচ্চ স্বরের অধিকারী ছিলে
তুমি বাংলার মূল।।
তুমি ছিলে আদর্শ, তুমি বাংলার আদি
তুমি গ্রীষ্ম,বর্ষা,শরৎ আরও বসন্ত
তুমি ছিলে সুঠাম, ছিলে সুন্দর
আজ নেই তোমার অন্ত।।
তুমাতে আমি বিভর হয়ে আদর্শ লালন করি হে বীর
শ্রদ্ধা জানাই হাজারো বার হে বাংলার বলবীর।।।